সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

আপনি পড়ছেন : সম্পাদকীয়

Sargam June 2025


2025-05-31
Sargam June 2025

সম্পাদকীয়

জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষের মনে যে আশা-আকাঙ্খা জন্মে ছিলো; তা ম্লান হয়ে যাচ্ছে। একের পর এক দাবি-দাওয়া, সড়ক অবরোধ, কর্মবিরতিসহ নানা সংকটের কারণে দেশে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। অবাক বিস্ময়ে দেখছি, যেন পতিত সরকারের প্রেতাত্মা ভর করেছে বর্তমান সরকারের উপর। চারিদিকে দেখছি মামলা বাণিজ্যের নামে হাজার নিরীহ মানুষকে অপদস্থ করা। বানোয়াট মামলায় শতাধিক আসামি করে মামলার গুরুত্ব নষ্ট করে দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক অঙ্গনেও ভয়ভীতি এবং আতঙ্ক বিরাজ করছে। যদি দেশে সাংস্কৃতিক  মুক্ত পদচারণা বিঘ্নিত হয় তবে দেশের সার্বিক উন্নয়নও বাধাগ্রস্থ  হবে।
এখন চলছে মধু মাস জ্যৈষ্ঠ মাস। আম, জাম, কাঁঠাল, লিচু, তাল, জামরুল ইত্যাদি মৌসুমী ফল বাজারে এসেছে। এবার দামও অনেকটা নাগালের মধ্যে রয়েছে। আশা করি সবাই দেশীয় ফলের স্বাদ গ্রহণ করতে পারবে। 
আমাদের ছেড়ে চলে গেলেন ভাওয়াইয়া গানের রাজপুত্রখ্যাত সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী। রেখে গেছেন তার বর্ণাঢ্য সংগীত ক্যারিয়ার। তিনি শুধু একজন সংগীতশিল্পী ছিলেন না, তিনি একাধারে সংগীত গবেষক, লেখক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ঐতিহ্যের নিরলস অনুরাগী ছিলেন। তার কর্ম ও অবদান চিরদিন মনে রাখবে ভক্ত-অনুরাগীরা। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের এবারের প্রচ্ছদ এই গুণী সংগীতজ্ঞকে নিয়ে।  
এবার সরকারি-বেসরকারিভাবে সারাদেশে আড়ম্বরপূর্ণভাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত হলো। মে মাস জুড়েই রাজধানীসহ সারাদেশে এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন দেখা গেছে। 
ত্যাগ ও কোরবানীর এক অনন্য দৃষ্টান্ত পবিত্র ঈদ-উল-আযহা। পবিত্র হজ ও কোরবানী আমাদের মুসলমানদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের সবার খেয়াল রাখতে হবে উৎসব ও ঘটা করে কোরবানী দেওয়ার চেয়ে নিজের মনের পশুটিকে কোরবানী দেওয়া জরুরি। তাহলেই কোরবানীর আসল অর্থ খুঁজে পাব আমরা।
সরগম-এর সকল পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।