সোমবার, আগস্ট ১৮, ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : প্রিয় গান

মেয়ের সঙ্গে প্রথমবার গাইলেন ন্যান্সি

মেয়ের সঙ্গে প্রথমবার গাইলেন ন্যান্সি


2025-07-12
মেয়ের সঙ্গে প্রথমবার গাইলেন ন্যান্সি

 মেয়ের সঙ্গে প্রথমবার গাইলেন ন্যান্সি

‘কেন’ শিরোনামে গানটি প্রকাশ পাচ্ছে রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। ফেইসবুক থেকে নেওয়া। মেয়ের সঙ্গে প্রথমবার একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মেয়ে মার্জিয়া বুশরা রোদেলার সঙ্গে ‘কেন’ শিরোনামের একটি গান তিনি রেকর্ড করেছেন। যা প্রকাশ পাচ্ছে বৃহস্পতিবার রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানে কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন প্রত্যয় খান। বিজ্ঞপ্তিতে ন্যানসি জানিয়েছেন, শুরুতে গানটি একাই গাওয়ার পরিকল্পনা ছিল তার। পরে তার মনে হয়েছে, রোদেলাকে নিয়ে গাইলে মন্দ হয় না। “প্রথমবার কন্যার সঙ্গে গান গাইছি, অবশ্যই এক্সাইটেড, গর্বিত ও আনন্দিত। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে।” রোদেলা বলেন, “এটা আমার জন্য দুঃসাহসের ব্যাপার। মায়ের কণ্ঠ, গান তো সবারই পছন্দের। তার ইউনিক স্টাইল রয়েছে। এই গানে কণ্ঠ দেওয়ার সাহসটা পেয়েছি তার উৎসাহ থেকেই।” একসঙ্গে গীতিকবি, মা-মেয়ে ও সংগীত পরিচালক একসঙ্গে গীতিকবি, মা-মেয়ে ও সংগীত পরিচালক গানটি নিয়ে সংগীত পরিচালক প্রত্যয় খান বলেন, “এটি একটি ভিন্নধর্মী প্রজেক্ট। ন্যানসি আন্টি অনেকের মত আমারও প্রিয়। রোদেলার কণ্ঠটাও ইউনিক।“