অস্ট্রেলিয়ার সিডনিতে বৈশাখী মেলার ৩০তম বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে বাংলাদেশের তরুণ কণ্ঠশিল্পী মাহতিম শাকিবের কণ্ঠে উচ্ছ্বসিত হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ২ ফেব্রুয়ারি সিডনির ক্যাসুলা পাওয়ারহাউস আর্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মাহতিমের গানে উজ্জ্বল হয়ে ওঠে ওই সন্ধ্যা।
বৈশাখী মেলার তিন দশক পূর্তিতে মাহতিম শাকিবের উপস্থিতি ছিল বিশেষ আকর্ষণ। তিনি বৈশাখের গান থেকে শুরু করে আধুনিক বাংলা গানের মিশ্রণে সাজিয়েছিলেন তাঁর গানের ডালা। এ ছাড়া তাঁর নিজের জনপ্রিয় গান ‘তুমি জানতেই পারো না’, ‘যাস না মেয়ে, আমায় ফেলে’, ‘আমার থাকিস তুই’সহ আরও কিছু গান তরুণ-প্রবীণ সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠান–পরবর্তী প্রতিক্রিয়ায় শ্রোতারা জানান, মাহতিমের গায়কি যেন তাদের মুহূর্তে ফিরিয়ে এনেছিল বাংলাদেশের মাটি ও সংস্কৃতির কাছে। প্রবাসী বাংলাদেশি সংস্কৃতিকর্মী শাওন অরিজিত বলেন, ‘এমন একটি মঞ্চে দেশের প্রতিশ্রুতিশীল শিল্পীর গান শুনতে শুনতে বাংলা, বাংলা গান এ আবহটা সত্যিই ছুঁয়ে গেল।’
২৫ বছর বয়সী মাহতিম শাকিব কয়েক বছর ধরে বাংলাদেশের সংগীতজগতে নিজের অবস্থান গড়ে নিয়েছেন। রবীন্দ্রনাথ, নজরুল থেকে সমকালীন গানে তাঁর দক্ষতা প্রশংসিত। সিডনিতে এই প্রথম সংগীত পরিবেশনা নিয়ে মাহতিম এই প্রতিবেদককে বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের মাইলফলক। এখানে যে এত জানাশোনা শ্রোতা আছেন, তা ভাবতেই পারেননি। দেখা গেছে ৮–১০ বছর আগে কোনো নাটকে গেয়েছি, সেগুলোও গাইতে অনুরোধ আসে। মাহতিম আরও বলেন, ‘প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চা দেখে অভিভূত আমি। শিল্পী হিসেবে এ এক অনন্য পাওয়া।’