আট বছর পর চিরকুটের নতুন অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’
দীর্ঘ আট বছর পর নিজেদের চতুর্থ অ্যালবাম প্রকাশ করল ব্যান্ড চিরকুট। ‘‘ভালোবাসাসমগ্র’’ নামের অ্যালবামটিতে রয়েছে নতুন ১০টি গান। গানগুলোর কথা লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি।
ব্যান্ডের ভোকাল সুমি বলেন, ‘‘২৩ বছরের যাত্রায় আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের শ্রোতা। তারাই আমাদের পাশে ছিলেন, প্রতিকূল সময়েও এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছেন। ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবাম সেই ভালোবাসারই উত্তর। একটি সামগ্রিক ভালোবাসার দলিল।”
তিনি আরও বলেন, ‘‘এই অ্যালবামে আমাদের ভাবনা ও কাজের নিখাদ প্রতিফলন রয়েছে। হৃদয়ের গভীর থেকে এসেছে প্রতিটি গান। যে কথাগুলো অন্তর থেকে ওঠে এসেছে, যে সুর মনে বেজেছে, সেগুলোই গান হয়ে ওঠেছে। আমরা বিশ্বাস করি, শ্রোতারা গানগুলো শুনে নিজেরা তা অনুভব করতে পারবেন।’’
নতুন এই অ্যালবামের গানগুলো হলো- দামি, হিয়া, উত্তরে ভালো না, আগুন, ডাক, কেন তুমি এলে না, ভালোবাসি তোমায়, দিন যায়, অসুখ সেরে যায়, দরদী। এরইমধ্যে “দামি” নামে প্রথম গানটির ভিডিও প্রকাশের পর দর্শকদের মাঝে আলোচিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সাড়া ফেলেছে গানটি। এই অ্যালবামের আরও দুটি গান মিউজিক ভিডিও আকারে খুব শিগগিরই প্রকাশ হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, চিরকুটের যাত্রা শুরু হয় ২০০২ সালে। লোকগান, রক, ফোক-ফিউশন, সুফি এবং আধুনিক ধারার সঙ্গীতকে মিশিয়ে তারা গড়ে তুলেছে স্বতন্ত্র এক সঙ্গীতভাষা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, শ্রীলঙ্কা, ভারতসহ বিভিন্ন দেশে কনসার্ট করেছে এই ব্যান্ডটি।














