সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

আপনি পড়ছেন : সংগীত বিশ্ব

সিডনিতে মাইলস


2025-05-31
 সিডনিতে মাইলস

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস এখন অস্ট্রেলিয়ার সিডনিতে। চার দিনের এই সফরে তারা অংশ নিচ্ছে শুধু সিডনিপ্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের এক বিশেষ আয়োজনে। এরপরই দলটি আবার উড়ে যাবে যুক্তরাষ্ট্রে তাদের চলমান বিশ্বভ্রমণসংগীত যাত্রা সম্পন্ন করতে। সিডনির একটি পাঁচ তারকা মানসম্পন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে মাইলসের এই লাইভ সংগীত আয়োজন। পরিবেশনার সব প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে।অনুষ্ঠানটির আয়োজক সংগঠন বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি নিউ সাউথ ওয়েলস জানিয়েছে, এই কনসার্ট হবে একাধারে সুরের, স্মৃতির প্রজন্ম মিলনের এক অনন্য সন্ধ্যা। মঞ্চ, আলো, শব্দসবকিছুতেই থাকছে সর্বোচ্চ মানের প্রযুক্তির ছোঁয়া।