সোমবার, আগস্ট ১৮, ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : সংগীত বিশ্ব

কনসার্ট বাতিল শাকিরার


2025-06-01
কনসার্ট বাতিল শাকিরার


দুঃস্বপ্নের মতো বছর কাটছে শাকিরার। বছরের শুরু থেকেই একের পর এক কনসার্ট নিয়ে বিপত্তি। কখনো তিনি অসুস্থতার কারণে কনসার্ট বাতিল করছেন, কখনো আবার মঞ্চে গাইতে গাইতে পড়ে যাচ্ছেন। চলতি বছরের শুরুতেই শাকিরা শুরু করেছেন তাঁর বহুল প্রতীক্ষিত ওয়ার্ল্ড ট্যুর।  প্যারিস ও বার্সেলোনার মঞ্চ মাতিয়ে গত সপ্তাহে শাকিরা গাইলেন কানাডার মন্ট্রিয়লে। তবে সেখানে ঘটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। মঞ্চের মধ্যে গান পরিবেশন করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। তবে তিনি দ্রুতগতিতে উঠে গিয়ে আবার গানে ফিরে আসেন। মঞ্চে বাজেভাবে পড়ে যাওয়ার পরও শাকিরা যেভাবে উঠে দাঁড়িয়ে দারুণভাবে গান গাইলেন, তা নিয়ে ভক্তদের মধ্যে এখনো চলছে আলোচনা। ভক্তরা তাঁর পেশাদার আচরণের ব্যাপক প্রশংসা করছেন। এ ঘটনার পরই এল কনসার্ট বাতিলের খবর। মঞ্চ–সংক্রান্ত জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আসন্ন কনসার্ট বাতিল করেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। এর আগে বোস্টনে তাঁর একটি শো একই কারণে বাতিল হয়েছিল। দুটি শোর সব টিকিটই ছিল ‘সোল্ড আউট’। ভক্তদের মধ্যে এই দুটি কনসার্ট নিয়ে কেমন রোমাঞ্চ ছিল, তা বলাই বাহুল্য। তবে তাঁদের প্রিয় তারকা সুস্থতা নিয়ে এর চেয়ে বেশি চিন্তিত ছিলেন তাঁরা।  জানা গেছে, মন্ট্রিয়লের শোতে পড়ে যাওয়া নিয়ে শাকিরার শারীরিক কোনো সমস্যা হয়নি। শো শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ২৯ মে প্রথম শো বাতিল করার ঘোষণা আসে। এদিন বোস্টনের ফেনওয়ে পার্কে হওয়ার কথা ছিল তাঁর কনসার্ট। শুরুর আগে শেষ মুহূর্তে নিরাপত্তা পরিদর্শনে কিছু ত্রুটি ধরা পরে। এই ত্রুটিকে নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে মনে করা হয়। তাই আয়োজকেরা শাকিরা, তাঁর দল এবং দর্শকদের নিরাপত্তার কথা চিন্তা করে এ কনসার্ট বাতিল করেন। বোস্টনের এই পার্কে শুধু যে শাকিরার কনসার্ট বাদ দেওয়া হয়েছে, তা নয়। এই নিরাপত্তা ত্রুটি এতটাই বড় ছিল যে জেসন আলডিন ও ব্রুকস অ্যান্ড ডানের কনসার্টগুলোও বাতিল করা হয়। এর ঠিক দুই দিন পর আজ ৩১ মে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল পার্কে গাওয়ার কথা ছিল তাঁর। শাকিরার এ কনসার্টটিও বাতিল করা হয়। বোস্টন থেকে শাকিরার পুরো প্রোডাকশন টিম ঠিক সময়ে ওয়াশিংটন ডিসিতে পৌঁছাতে না পারার কারণে শোটি বতিল করা হয়। শাকিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করে লেখেন, ‘দারুণ একটি মুহূর্তে আপনাদের সঙ্গে না থাকতে পারাটা সত্যিই আমার জন্য খুব কষ্টের। তবে আমি কথা দিচ্ছি, শিগগিরই ফিরে আসব। এই পরিস্থিতি আমাকে ব্যথিত করেছে। এবারের মতো শো দুটি করা সম্ভব নয়। বোস্টনের অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক কিছু সমস্যার কারণে আমার ও অন্য শিল্পীদের ক্ষতি হয়েছে। সেই কারণেই ডিসিতে আমার নির্ধারিত কনসার্টের জন্য প্রোডাকশন পৌঁছানো সম্ভব হচ্ছে না।’ এ দুটি শোর এখনো কোনো তারিখ ঘোষণা করা হয়নি। যাঁরা টিকিট কিনেছিলেন, আয়োজকেরা দর্শকদের সে টাকা পুরোটাই ফেরত দেবেন।