সোমবার, আগস্ট ১৮, ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : প্রচ্ছদ প্রতিবেদন

এআই মিউজিক : আশীর্বাদ না অভিশাপ

এআই মিউজিক : আশীর্বাদ না অভিশাপ


কাজী রওনাক হোসেন
2025-06-29
এআই মিউজিক :  আশীর্বাদ না অভিশাপ

এআই মিউজিকআশীর্বাদ না অভিশাপ

কাজী রওনাক হোসেন

বিশ্বজুড়ে নাটকীয় গতিতে এগিয়ে যাচ্ছে প্রযুক্তি। প্রতিদিনই নতুন নতুন উদ্ভাবন বদলে দিচ্ছে আমাদের জীবনধারা, শিল্প-সংস্কৃতি এমনকি সৃজনশীলতার সংজ্ঞাও। এই প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সংগীত সৃষ্টি। যাকে সংক্ষেপে বলা হয় এআই মিউজিক এই প্রযুক্তির প্রভাবে সংগীতাঙ্গনে নানা প্রশ্ন উঠছে। সংগীতজ্ঞরা মনে করেন যে, এআই মিউজিক সৃজনশীলতা হরণের একটি যন্ত্র। কেননা এআই মিউজিক বলতে বোঝায় এমন সংগীত যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই, বা কিছুটা সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি হয়। এই প্রযুক্তিতে মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং প্রভৃতি ব্যবহৃত হয়, যাতে কম্পিউটার বিভিন্ন ধরণের গান, সুর, বিট, এমনকি লিরিকসও তৈরি করতে পারে। যেমন ওপেনএআই-এর তৈরি জুকবক্স, গুগুলের মিউজিকএলএম, এআইভিএ, আমপার মিউজিক, সাউন্ডরো।

2_1751176909.jpg
2_1751176909.jpg