গারো ভাষার মেটাল গান
গারো ভাষায় হেভি মেটাল গান আনল হিভক্ল। গারো সম্প্রদায়ের ব্যান্ডটি ‘জাঙ্গী থাঙ-আনী’ শিরোনামের এই গানটি প্রকাশ করেছে গত সোমাবার। হিভক্ল জানিয়েছে, তাঁদের ইংরেজি গান ‘ক্রিপটিক ম্যাজিক’ গারো ভাষায় ভাষান্তর করা হয়েছে। ‘জাঙ্গী থাঙ-আনী’ গানে কখনো সুখ, কখনো বা দুঃখ, কখনো ক্ষোভ-হতাশা, কখনো মৃদু আশার কথা তুলে ধরা হয়েছে। ইলেকট্রিক গিটার, বেজ গিটার ও ড্রামসের ভারী শব্দের সঙ্গে গায়কের কণ্ঠে ক্ষোভ প্রকাশ পেয়েছে।
ঢাকার গারো–অধ্যুষিত এলাকা নদ্দা-কালাচাঁদপুরে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। ব্যান্ডটি এক ফেসবুক পোস্টে লিখেছে, ‘এই এলাকায় দৃশ্য ধারণ করার অন্যতম কারণ হলো, গারো তরুণ-তরুণীরা যেন গানটিকে আরও আপন করে নিতে পারে। পাশাপাশি প্রত্যেকের জীবনের সঙ্গে যেন গানটিকে মেলাতে পারে; গানটি যেন গারো তরুণ-তরুণীদের দুঃখ-বেদনা, ক্ষোভ-হতাশা ও আশা-অকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হয়।’
গানটির কথা থেকে শুরু করে রেকর্ডিং, ভিডিও সম্পাদনা, নাচ সবকিছুই গারো তরুণেরা করেছেন। ইংরেজি থেকে গারো ভাষায় গানটি অনুবাদ করেছেন গারো তরুণ দেবাশীষ ইম্মানূয়েল রেমা। ভিডিও সম্পাদনা করেছেন জাজং নকরেক, সাউন্ড রেকর্ডিং ত্রিদীপ প্রাপ্ত রেমা এবং দৃশ্যধারণে সহযোগিতা করেছেন ডোনাল্ড মারাক, প্রভাব ম্রং ও সাব্বির চিছাম। গানটিতে গারো নৃত্য পরিবেশনা করেছে কৃপা রিছিল।