সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

আপনি পড়ছেন : একস্লিপ

সুপ্ত প্রতিভার অধিকারী শিল্পী গৌরাঙ্গ চন্দ্র পাল

সুপ্ত প্রতিভার অধিকারী শিল্পী গৌরাঙ্গ চন্দ্র পাল


2025-08-17
সুপ্ত প্রতিভার অধিকারী শিল্পী  গৌরাঙ্গ চন্দ্র পাল

সুপ্ত প্রতিভার অধিকারী শিল্পী 
গৌরাঙ্গ চন্দ্র পাল
গৌরাঙ্গ চন্দ্র পাল। ১৯৭৮ সালের ১ নভেম্বর কিশোরগঞ্জে  জন্মগ্রহণ করেন। মধ্যবিত্ত পরিবারে পিতা স্বর্গীয় গণেশ চন্দ্র পাল, মাতা- ফুলবালা পালের ঘরে জন্মগ্রহণ করে বি. কম (অনার্স); এম. কম (হিসাব বিজ্ঞান), বিএড এবং এম.বিএ (ফিনান্স) ডিগ্রি লাভ করেন। বাল্যবন্ধু মতিউর রহমানের উৎসাহে সংগীত জীবন শুরু হয়। কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ উস্তাদ নিখিল চন্দ্র নাথ (টুকু)’র নিকট ১৯৯৮ সালে হাতেখড়ি এবং দীর্ঘদীন রবীন্দ্র সংগীতের ওপর তালিম গ্রহণ করেন এবং উক্ত একাডেমির প্রশিক্ষক অসিত বরন তপন বসাকের নিকট দীর্ঘদীন তাল যন্ত্রে প্রশিক্ষণ গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী রোজী পাল, ছেলে গৌরব পালকে নিয়ে সুখের সংসার। ড. অধ্যাপক অসিত রায় রাজশাহী বিশ্ববিদ্যাল থেকে ২০০৪ এবং ২০০৬ সালে উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া আরো অনেক স্বনাম ধন্য ওস্তাদের কাছে শাস্ত্রীয় সংগীতসহ বিভিন্ন সংগীত তালিম গ্রহণ করেন। উপজেলা শিল্পকলা একাডেমি, দূর্গাপুর ৪ বছর তোবারক হোসেন খোকনের কাছে সুনামের সাথে কোর্সটি ২৯ ডিসেম্বর ২০২৩ সালে সম্পন্ন করেন। বাংলাদেশের কিংবদন্তী প্রখ্যাত উস্তাদ এবং শিল্পী কর্তৃক পরিচালিত আবুল হাসেম (বাংলাদেশ বেতার এবং টেলিভিশন স্পেশাল গ্রেড) প্রসিদ্ধ কিশোরগঞ্জ খরমপট্টিতে অবস্থিত আবুল হাসেম সংগীত একাডেমিতে দীর্ঘদিন যাবৎ তালিম নিচ্ছেন এবং উক্ত একাডেমির বর্তমান ছাত্রও বটে। তিনি বিভিন্ন গান লেখা ও সুর করার মধ্যে কমরেড মনি সিংহের গান জনপ্রিয় হয়ে উঠেছে। কিশোরগঞ্জ নজরুল সংগীত শিল্পী পরিষদের সদস্য গ্রহণ করেন। তার নিজের প্রগতি সাংকৃতিক শিল্পী গোষ্ঠী এবং গৌরাঙ্গ টিভির মধ্যে পিছিয়ে পড়া এবং সকল শিল্পীদের গানসহ সকল সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার করে থাকেন। নিজে রবীন্দ্র, নজরুল, দেশাত্মবোধক, পল্লীগীতি এবং বিভিন্ন গান পরিরেশন এবং চর্চা করেন। তিনি আজীবন সংগীত চর্চা এবং আত্মনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করেন। তিনি বিভিন্ন ধরনের গান লেখা এবং সুর করা গানের মধ্যে কমরেড মনি সিংহের লেখা ও সুর করা গানটি বেশ উল্লেখযোগ্য জনপ্রিয়।    -নারায়ণগঞ্জ প্রতিনিধি