সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

আপনি পড়ছেন : একস্লিপ

কাকতাল আর গাইবে না

কাকতাল আর গাইবে না


2025-05-19
কাকতাল আর গাইবে না

কাকতাল আর গাইবে না
চার বছরের পথচলায় ইতি টানল কাকতাল। সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে কাকতাল। ‘আবার দেখা হবে’, ‘গোলকধাঁধা’, ‘সোডিয়াম’-এর মতো গানে তরুণ শ্রোতাদের মাঝে পরিচিতি পেয়েছে কাকতাল। ব্যান্ডের ইউটিউব চ্যানেলে সবচেয়ে জনপ্রিয় গানের তালিকার শীর্ষে রয়েছে ‘আবার দেখা হবে’।  ইউটিউবে ২৬ লাখেরও বেশিবার শোনা হয়েছে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘গোলকধাঁধা’, গানটি ২০ লাখেরও বেশিবার শোনা হয়েছে।  তৃতীয় গান “সোডিয়াম”, সাত লাখের বেশিবার শোনা হয়েছে।পথচলার ইতি টানার কারণ হিসেবে ব্যান্ডটি জানিয়েছে, “যেই শান্তির খোঁজে এই যাত্রা শুরু হয়েছিল, সেটিই এখন হারিয়ে যেতে বসেছে। তাই এখন এই পথচলার ইতি টানার সময় এসেছে।” সবশেষে ব্যান্ডটি লিখেছে, “আমরা সবাই যেন নিজ নিজ জীবনে সেই শান্তিটুকু খুঁজে পাই।”