সংগীতশিল্পী বেলাল খান ও কর্নিয়ার কণ্ঠে ‘তুমি ছাড়া নেই আলো’গানের মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। সহোদেব সাহার কথায় গানটির সুর করেছেন বেলাল খান, সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ২ মে গানটি প্রকাশ হয়েছে বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে। গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘গানটি রোমান্টিক ধাঁচের। কর্নিয়ার সঙ্গে গান করার পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল। ফাইনালি গানটি হলো। এখন পর্যন্ত শ্রোতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পা”িছ।’ কর্নিয়া বলেন, ‘এই প্রথম আমি আর বেলাল খান একসঙ্গে মিউজিক ভিডিওতে অভিনয় করেছি। আগে কয়েকটি গান করা হলেও একসঙ্গে মিউজিক ভিডিওতে ছিলাম না। গানটি আমাকে যখন প্রথমে পাঠানো হয়, তখনই আমার কাছে ভীষণ ভালো লাগে। এরপর মিউজিক ভিডিওর প্ল্যান হলো। খুব সুন্দর গান। যে কেউ শুনে বলবেন যে গানটি ভালো হয়েছে।’