জাতীয় প্রেস ক্লাবের অতিথি মিলনায়তনে ১৮ মার্চ মঙ্গলবার দেশের সংগীত বিষয়ক একমাত্র নিয়মিত পত্রিকা মাসিক ‘সরগম’ এবং সরগম সাংস্কৃতিক দলের ইফতার ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে দেশের শিল্প সংস্কৃতির বিশিষ্টজনেরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন- সরগম সম্পাদক ও সরগম সাংস্কৃতিক দলের সভাপতি কাজী রওনাক হোসেন। এরপর সংক্ষিপ্ত আলোচনা পর্বে অতিথি হিসেবে কথা বলেন বরেণ্য সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস, বরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, সরগম সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, সরগম এর নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সংগীতশিল্পী উল্কা হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা এটিএম মোস্তফা প্রমুখ।
আলোচনা পর্বে অতিথিরা বলেন- সরগম’র আজকের এ আয়োজন অনন্য। প্রতি বছরের মতোই সরগম এবারও ইফতার আয়োজনের মধ্য দিয়ে দেশের সংগীত ও সংস্কৃতি কর্মীদের একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। এজন্য সরগম সম্পাদক কাজী রওনাক হোসেনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের সংগীত ও সংস্কৃতি চর্চায় সরগম অসাধারণ ভূমিকা পালন করছে। আমরা সবসময়ই সরগম’র পাশে আছি। আলোচনা পর্বের মাঝে দুটি হামদ ও নাতে রাসূল পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা এনে দেয়। হামদ ও নাতে রাসূল পরিবেশন করেন সরগম সাংস্কৃতিক দলের সদস্য শিল্পী সেলিনা আফরোজ এবং শওকত আরা আঁখি।
আলোচনা পর্ব শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে ইফতার পূর্ববর্তী সময়ে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফিরোজ হোসেন। ইফতার মাহফিল ও মাগরিবের নামাজ শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংগঠনিক সভায় মিলিত হয় উপস্থিত সরগম সাংস্কৃতিক দলের সদস্য ও কর্মকর্তাবৃন্দ। সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের পরিচালনায় এবং সরগম সম্পাদক কাজী রওনাক হোসেনের সভাপতিত্বে সভায় সাংগঠনিক গতিশীলতা ও বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা বলেন পথিক সবুজ, তরুণ রাসেল, দেবাশীষ চৌধুরী, উপমা আক্তার, তৃষা, টুকটুক ইসলাম ও লাভলী শেখ।
ইফতার এবং সাংগঠনিক সভায় আরও উপস্থিত ছিলেন- দীপ্তি সরকার, শহিদুল আলম তিতু, শাহেদ ইকবাল, আলাউদ্দিন মাহমুদ সমীর, রেজাউল করিম, সেলিনা পারভীন মুক্তা, শাহনাজ আক্তার, মনি চৌধুরী, সজল দাস, সুমন কুমার শীল, কেয়া, রাব্বানী ও রতন প্রমুখ।
সাংগঠনিক আলোচনা শেষে সভার সম্মানিত সভাপতি কাজী রওনাক হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ঈদ পরবর্তী সভা পর্যন্ত অদ্যকার সভা মুলতবি ঘোষণা করে সভাপতির বক্তব্যে পেশ করেন।