২০ ডিসেম্বর ২০২৪ বিকেল চারটায় জাতীয় যাদুঘর এর বেগম সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল এ প্রজন্মের জনপ্রিয় লোকসংগীত কন্ঠ শিল্পী নিপা আহমেদ সারাহ্ এর একক সঙ্গীত সন্ধ্যা। টেলিভিশন, বেতার ও শিল্পকলাসহ মঞ্চে নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। এ কে এম দিদার উদ্দিন সেলিমের কথায় এবং সুপ্রিম চৌধুরীর সুর করা তুমি আমার আকাশের চাঁদ তুমি নদীর ঢেউ গানটি দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক সচিব আসাদুল্লাহ। লোকগানের জীবন্ত কিংবদন্তি আবু বক্কর সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশিষ্ট সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার এবং সুরেলা কন্ঠের অধিকারী বিশিষ্ট কন্ঠ শিল্পী, সুরকার আশরাফ উদাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন একুশে পদকপ্রাপ্ত বংশী বাদক গাজী আব্দুল হাকিম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দেশের একমাত্র বহুল প্রচারিত সংগীত ম্যাগাজিন সরগম-এর সম্পাদক কাজী রওনাক হোসেন। বিশিষ্ট অভিনেতা আজিজুল হাকিম ও নাট্যকার জিনাত হাকিমের উপস্থিতি অনুষ্ঠানটির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছেন। শিল্পী নিপা আহমেদ সারাহ্ একে একে একুশটি গান পরিবেশন করেছেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অভিনেতা, কবি ও গীতিকার এ. কে. এম দিদার উদ্দিন সেলিম। যন্ত্র সংগীতে ছিলেন- বাঁশি- গাজী আবদুল হাকিম, তবলা- মাহাবুল ইসলাম বাবু, কী-বোর্ডে- মেহেদী হাসান, অক্টোপ্যাডে- ইমরান খান, দোতারায়- সুমন শীল, ঢোলে- আবুল হাসান।