সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

আপনি পড়ছেন : সাংস্কৃতিক অঙ্গন

কাজী নজরুল ইসলাম

১২৬তম নজরুল জন্মজয়ন্তী


2025-05-24
১২৬তম নজরুল জন্মজয়ন্তী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী  আজ ১১ জ্যৈষ্ঠ। সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হবে নজরুলজয়ন্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁর অন্তিম শয্যায় পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করবেন অগণিত অনুরাগী। বাংলা ১৩০৬ সনের ১১ জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্ম কাজী নজরুল ইসলামের। পিতা কাজী ফকির আহমেদ ছিলেন মসজিদের ইমাম। মা জাহেদা খাতুন ছিলেন গৃহিণী। নজরুল লেটো দলের বাদক, রুটির দোকানে শ্রমিক হিসেবে কাজ করেছেন। কর্মসূচি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের আয়োজনে প্রচারিত হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘ধূমকেতু’। অনুষ্ঠানে পরিবেশিত হয়েছে নজরুল সঙ্গীত ও কবিতার মনোমুগ্ধকর সমন্বয়। দুইটি সম্মেলক সঙ্গীত পরিবেশনায় থাকছে তালিম সঙ্গীতচর্চা চক্র এবং ‘স্বনাধীতি’র’ পরিবেশনায় থাকছে একটি বৃন্দ আবৃত্তি এবং তবলায় থাকছেন শাফায়েত আলম। সাকিলা মতিন মৃদুলা'র আবৃত্তি ও সঞ্চালনা এবং রফিকুল ইসলাম ফারুকী'র প্রযোজনায় ‘ধূমকেতু’ সম্প্রচার করা হবে ২৫ মে রবিবার (১১ জৈষ্ঠ্য) বিকেল ৫টা ৩০ মিনিটে ।