সোমবার, আগস্ট ১৮, ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : সাংস্কৃতিক অঙ্গন

গুরু পূর্ণিমা ২০২৫ উপলক্ষ্যে ‘ছন্দকলা’র বিশেষ আয়োজন

গুরু পূর্ণিমা ২০২৫ উপলক্ষ্যে ‘ছন্দকলা’র বিশেষ আয়োজন


শাহীনুর রেজা
2025-07-28
গুরু পূর্ণিমা ২০২৫ উপলক্ষ্যে ‘ছন্দকলা’র বিশেষ আয়োজন

একের পর এক চমকপ্রদ পরিবেশনা ও সংগীতবোদ্ধা দর্শক-শ্রোতাবৃন্দের মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়েছিল একটি সংগীত প্রাঙ্গণ। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিশু-কিশোর, শিক্ষক-শিক্ষার্থী, গুরু-শিষ্যের অভূতপূর্ব মিলন মেলায় রূপ নেয় গুরু পূর্ণিমা ২০২৫ উপলক্ষ্যে ছন্দকলা আয়োজিত অনুষ্ঠান পেশকার।
এ প্রসঙ্গে ছন্দকলার কর্ণধার বিশিষ্ট তবলাগুরু মো: রাশেদুল হাসান জীবন বলেন, মূলত ছন্দকলাকে তিনি শুদ্ধ সাংস্কৃতিক চর্চার একটি প্রাণকেন্দ্রে পরিণত করতে চান, যেখানে নিয়মিতভাবে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুন উদীয়মান শিক্ষার্থীরাও তাদের প্রতিভাকে বিকশিত করার সুযোগ পাবে।
বিশিষ্ট তবলা শিল্পী সরূপ হোসেন এর প্রাণবন্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। বিশেষ অতিথিবৃন্দ ও প্রাধান অতিথির বক্তব্যের পর মূল আয়োজন শুরু হয় ছন্দকলার শিক্ষার্থীদের তবলা বৃন্দবাদনের মাধ্যমে।
এ পর্যায়ে পটদীপ রাগে খেয়াল পরিবেশন করেন বিশিষ্ট সংগীতগুরু পূর্ণ চন্দ্র মণ্ডল এর শিষ্য অপরাজিত সাহা। এরপর মঞ্চে ওঠেন ইলহাম ফুলঝুরি খান, ইশরা ফুলঝুরি খান। সরোদে রাগ দেশ পরিবশনের মাধ্যমে উপ¯ি’ত দর্শক শ্রোতাবৃন্দের মন জয় করেন। পরবর্তী পরিবেশনায় সংগীতগুরু ইমামুর রশিদ খান তাঁর আরোহী সংগীত নিকেতনের শিক্ষার্থীদের নিয়ে সমবেত কন্ঠে খেয়াল পরিবশেন করেন।
এরপর বিশিষ্ট উ”চাঙ্গসংগীত শিল্পী ও সংগীতগুরু সাইফুল তানকার তাঁর চার শিষ্যকে নিয়ে মঞ্চে ওঠেন। প্রণামী পোদ্দার, প্রিয়ন্তি পোদ্দার, আর্য শ্রেষ্ঠা ঘোষ ও সুদীপ দত্ত অহন একে একে শুদ্ধ সারং, পুরিয়াধানেশ্রী, ইমন ও যোগ রাগে খেয়াল পরিবেশনার মাধ্যমে উপ¯ি’ত সকলের মনে বিশেষ ¯’ান করে নেয়। পরবর্তী পরিবেশনায় ড. শিউলী ভট্টাচার্যীর পরিচালনায় সর্বজয়া সম্মিলিতভাবে বেহালাবাদনে মঞ্চ মাতিয়ে তোলেন।
শাস্ত্রীয় পরিবেশনার পাশাপাশি উপশাস্ত্রীয় ও বাংলাগানও পরিবেশিত হয় অনুষ্ঠানের শেষভাগে। রাগপ্রধান বাংলাগান ও গজল পরিবেশন করেন ঊর্ব্বি সোম, শিক্ষক, সরকারি সংগীত কলেজ এবং শিক্ষার্থী শোভন মজুমদার। বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ছন্দা চক্রবর্তীর দুই শিষ্য পরিবেশন করেন নজরুলসংগীত। এবং রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ড. একা সাহলার শিষ্য তন্মী দেব ও প্রমিলা রায়। সবশেষে ঝাঁপতালে সজীবের একক তবলাবাদন ও মুরাদ হোসেন এবং শ্রীকৃষ্ণ গোপালের কণ্ঠে লোকসংগীতের সুরে সুরে অনুষ্ঠোনের পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর কৃষ্টি হেফাজ। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন প্রফেসর ইন্দুপ্রভা দাস, প্রাক্তন অধ্যক্ষ, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, প্রফেসর নাদিয়া সোমা সামাদ, উপাধ্যক্ষ, সরকারি সংগীত কলেজ এবং বিশিষ্ট তবলা শিল্পী সরূপ হোসেন, সহকারী অধ্যাপক, সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
শাহীনুর রেজা


12_1753695367.jpg
12_1753695367.jpg