সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

আপনি পড়ছেন : সাংস্কৃতিক অঙ্গন

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে

আজীবন সম্মাননা পেলেন সংগীতশিল্পী ফেরদৌস আরা।


2025-05-21
 আজীবন সম্মাননা পেলেন সংগীতশিল্পী ফেরদৌস আরা।

শেষ হলো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৯তম আসর। গতকাল সোমবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী ফেরদৌস আরা। এদিন ১৯ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। আধুনিক গান ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সংগীতশিল্পী হয়েছেন কর্নিয়া, ইউটিউবে কমপক্ষে ১ লাখ বার ভিউ এবং কমপক্ষে ১ হাজার ৫০০ লাইক পাওয়া গান থেকে লটারির মাধ্যমে বিজয়ী হন শারমিন রমা, শ্রেষ্ঠ সুরকার মেহেদী, শ্রেষ্ঠ গীতিকার লালন লোহানী, শ্রেষ্ঠ ব্যান্ড আর্টসেল, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, শ্রেষ্ঠ দ্বৈত সংগীতশিল্পী সাব্বির জামান ও আফরোজা রুপা, শ্রেষ্ঠ লোকসংগীতশিল্পী (পল্লিগীতি ও মরমি) তরিক মৃধা। এদিন পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শফী মণ্ডল, ফেরদৌস ওয়াহিদ, মিলা, সাগর বাউল, কোনাল, নুসরাত ইমরোজ তিশা, তরিক মৃধা, শারমিনসহ সেরাকণ্ঠ ক্ষুদে গানরাজের শিল্পীরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, সংগীতজ্ঞ শেখ সাদী খান, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, শিল্পী রেবেকা সুলতানা, এম এ মান্নান, সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস ওয়াহিদ, রফিকুল আলম, মো. খুরশীদ আলম, প্রকল্প পরিচালক রাজু আলীমসহ প্রবীণ-নবীন তরুণ প্রজন্মের সব খ্যাতিমান শিল্পীরা।