সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

আপনি পড়ছেন : সাংস্কৃতিক অঙ্গন

দ্বিজেন্দ্রলাল রায়ের স্মরণে

শিল্পের সম্মিলন

প্রয়াণবার্ষিকীতে

2025-05-21
শিল্পের সম্মিলন

অনেক কালজয়ী গানের গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়। শনিবার ছিল এই কবি, নাট্যকার ও সংগীত স্রষ্টার প্রয়াণবার্ষিকী। এ উপলক্ষে এদিন বৈশাখী সন্ধ্যায় কবিকে নিবেদিত শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজনটিতে ডিএল রায়ের জীবনীভিত্তিক গীতিনকশা পরিবেশন করে ভৈরবী গীতরঙ্গ দল।  গানের সুরে, নাচের ছন্দে এবং কবিতার পঙ্ক্তিমালায় নাট্যের সমন্বয়ে সজ্জিত ছিল প্রযোজনাটি। পরিবেশনাটির মাঝে উপস্থাপিত হয় কালজয়ী এক স্রষ্টার সুর ও বাণী। প্রায় অর্ধশতাধিক শিল্পী একসঙ্গে মঞ্চে মেলে ধরেন দ্বিজেন্দ্রলাল রায়ের জীবন, দর্শন, দেশপ্রেম আর তার গানের মহিমা। বেশিরভাগ গানই পরিবেশিত হয়েছে সম্মিলিত কণ্ঠে। শুরুতে ভৈরবী রাগ আর ত্রিতাল তালে পরিবেশিত হয় ‘আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও।’ এরপর একে একে ছিল ‘ঘন-তমসাবৃত অম্বর-ধরণী’, ‘আজি এসেছি বঁধু হে’, ‘বেলা বয়ে যায়’, ‘ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সংগীত ভেসে আসে’, ‘বঙ্গ আমার জননী আমার’, ‘ধনধান্য পুষ্প ভরা’ প্রভৃতি গানের সঙ্গে  নাচের পরিবেশনা। সবশেষে ছিল ‘আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিবো পান,ঘুমাব কেতকি সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান।’প্রযোজনাটির ভাবনা ও নির্দেশনায়  ছিলেন তরুণ নাট্য নির্দেশক ইলিয়াস নবী ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির। প্রযোজনায় অংশগ্রহণ করেন দীপ্ত, কণা, রিয়া, আফনান,  মেরাজ, সোনিয়া, লামিয়া, হৃদয়, তন্দ্রা, অর্পিতা, বৈশাখী, আতিশা, অঙ্কিতা, আরিফ, দিয়া, রাজিব, ধ্রুব, অর্ক, জিতু, আইরিন, ইসতিয়াক, ইতি, মন, জিহাদ, মহসিন, মজতোবা, নন্দিতা, নিয়ামত, নোবেল, অর্থী, প্রত্যাশা, পারমিতা, পার্থ, প্রীতম, নদী, রিয়ান, সুব্রত, তীর্থ, ইশিকা, তুর্জ, তুষার, অরিত্র, সুজয়সহ অনেকে।