সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

আপনি পড়ছেন : সাংস্কৃতিক অঙ্গন

চলে গেলেন যন্ত্রসংগীতশিল্পী নূরুল হক


2025-05-31
চলে গেলেন যন্ত্রসংগীতশিল্পী নূরুল হক

 মানুষটি বৃষ্টিভেজা রাতে না-ফেরার দেশে চলে গেলেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। এই মানুষটা বাংলাদেশের চলচ্চিত্রের গানে সন্তুর, ম্যান্ডোলিন, আমেরিকান ব্যাঞ্জো মাউথ অর্গান বাজিয়ে গানকে আরও শ্রুতিমধুর করেছেন। তিনি চলচ্চিত্রসহ অন্যান্য প্রায় হাজার গানে বাজিয়েছেন। এই অবদানের মাধ্যমে বাংলাদেশের সংগীতজগতে তিনি স্মরণীয় হয়ে উঠেছিলেন। নূরুল হক সাবিনা ইয়াসমীনের গাওয়া সেএই বৃষ্টিভেজা রাতে তুমি চলে যেয়ো না রুনা লায়লার গাওয়া এই গানটিতে রাবাব রেললাইনের ধারে মেঠোপথটার পারে দাঁড়িয়ে, কেউ কোনো দিন আমারে তো কথা দিল না গানের সঙ্গে মেন্ডোলিন বাজিয়েছেন। এন্ড্রু কিশোরের ডাক দিয়াছেন দয়াল আমারে গানের সঙ্গে ম্যান্ডোলিন। তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি, পড়ে না চোখের পলক গানের সঙ্গে সন্তুর বাজিয়েছেন। সুবীর নন্দী খুরশিদ আলমের ডুয়েট গান বন্ধু তোর বরাত নিয়া আমি যাব গানের সঙ্গে সন্তুর বাজিয়েছেন। তিনি উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী মেহেদী হাসান, গোলাম আলী, হৈমন্তী মুখার্জী সলিল চৌধুরীর সঙ্গে বাজিয়েছেন।