সোমবার, আগস্ট ১৮, ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : সাংস্কৃতিক অঙ্গন

সম্ভাবনাময় নৃত্যশিল্পী পূজা দাশ

সম্ভাবনাময় নৃত্যশিল্পী পূজা দাশ


সুমন চৌধুরী, রাউজান প্রতিনিধি
2025-05-31
সম্ভাবনাময় নৃত্যশিল্পী পূজা দাশ

সম্ভাবনাময় নৃত্যশিল্পী পূজা দাশ
রাউজানের উদীয়মান প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পীর একজন হলেন পূজা দাশ, মায়ের নাম শিপ্রা দাশ, বাবা চন্দন দাশ, শিল্পীর শিক্ষা জীবন শুরু হয় দাশপাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে। তার ছোটবেলা থেকেই নৃত্য ভালো লাগতো পূজার ইচ্ছে ছিল একজন গুণী নৃত্য শিল্পী হওয়ার। এজন্য ছোট থেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এবং পুরস্কার অর্জন  করেন পুজা যখন রাউজান আর আর এসি মডেল সরকারি হাই স্কুলে পড়ে তখন সে রাউজান শিল্পকলা একাডেমীতে প্রোগ্রাম করে সবার নজরে আসেন, অনেক আলোচনায় এসে প্রশংসায় প্রশংসিত  হন পুজা। ছোটবেলা থেকে নৃত্য শিখছেন এখনো শিখা অব্যাহত রয়েছে।ভবিষ্যতে সে একজন নৃত্য শিক্ষিকা  হওয়ার আশাবাদ প্রকাশ করেন। সে স্কুল কলেজে নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেডেল, পদক, অনেক মহা মূল্যবান বই, ট্রফি পুরষ্কার  হিসেবে অর্জন করেছেন। কলেজে পড়া অবস্তায় রাউজানে উপজেলা পর্যায়ে নৃত্যে প্রথম স্থান হবার গৌরব অর্জন করেন। তার কলেজ কুন্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয় বার্ষিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিবার নৃত্যে প্রথম স্থান অর্জন করেন। আমরা পূজার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। য়


Ct_Sum_copy_1748679244.jpg
Ct_Sum_copy_1748679244.jpg