সোমবার, আগস্ট ১৮, ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : সাংস্কৃতিক অঙ্গন

গীটার শিল্পী চঞ্চল আর নেই

গীটার শিল্পী চঞ্চল আর নেই


2024-12-30
গীটার শিল্পী চঞ্চল আর নেই

গীটার শিল্পী চঞ্চল আর নেই
জাহাঙ্গীর আলম সংগীত জীবন শুরু করে হাওয়াইয়ান গীটার এর মাধ্যমে, ছোট বেলা থেকে সংগীতময় পরিবেশে বেড়ে ওঠার কারণে সে নিজে নিজে গিটারে সুর তোলার চেষ্টা করে। পরবর্তীতে স্প্যানীশ গিটার চর্চা শুরু করে, বিদেশি বই অনুসরণ করে গিটার বাজনা রপ্ত করে, এ ছাড়া তার সুরজ্ঞান এতো প্রখর ছিলো যে কয়েক বছর সাধনা করে এ বাদ্যযন্ত্রটি পুরোপুরি রপ্ত করে।
খালাতো ভাই এ এফ এম আলিমুজ্জান (ওস্তাদ মুনশী রইশ উদ্দিন এর বড় ছেলে)  তাকে  বিভিন্ন অনুষ্ঠানে বাজাতে উৎসাহী করে তোলেন। গিটার চর্চার পাশাপাশি শিক্ষকতা শুরু করেন। তাঁর ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য তৌহিদুল আলম খান সনেট, সৈয়দ হাসিবুজ্জান সানি প্রমুখ।
গিটারিস্ট হিসেবে বিভিন্ন প্লে ব্যাকে অংশগ্রহণ করে। ঢাকায় ব্যান্ড কালচার শুরু হলে কয়েকটি ব্যান্ড দলের সাথে সম্পৃক্ত হন। সুইডেন প্রবাসী হওয়ার পর সেখানে বাংলা, উর্দু ও হিন্দি গান গেয়ে প্রচুর জনপ্রিয়তা লাভ করেন। বিশেষ করে গজল গানের জন্য সুইডেন এর বিভিন্ন শহরে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
তাঁর আচার ব্যাবহারে একটি বিশেষ দিক ছিলো, মাত্র কয়েক মিনিট এর আলাপেই সে সকলের প্রিয় পাত্র হয়ে পড়তো। বাংলাদেশ সময় ভোর ৫টায় ১১ মাস লাইফ সাপোর্ট এ থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ কন্যা ও নাতনি রেখে যান।