সোমবার, আগস্ট ১৮, ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : সাংস্কৃতিক অঙ্গন

পশ্চিমবঙ্গ নিউজ

পশ্চিমবঙ্গ নিউজ


2024-12-30
পশ্চিমবঙ্গ নিউজ

আন্তর্জাতিক কালচার সেন্টার নির্দেশিত সাংস্কৃতিক ইভেন্ট বাঁকুড়ায়

আন্তর্জাতিক কালচারাল সেন্টার নির্দেশিত ও বাঁকুড়া প্রয়াস-এর  তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো বিশেষ সাংস্কৃতিক ইভেন্ট। বাঁকুড়া হিন্দু স্কুলে আয়োজিত এই ইভেন্টে অংশগ্রহণ করে প্রায় আড়াই শতাধিক শিক্ষানবিশ ও সম্ভাবনাময় সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তি শিল্পী ও যন্ত্রশিল্পীরা। বেশ সক্রিয় সৃজন ভাবনার ছাপ রেখেছে শিল্পীরা এই কথাটি স্পষ্ট প্রকাশ করেন আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্রের কর্ণধার অধ্যাপক ইউনুস মোল্লা। বাঁকুড়ানিবাসীদের জন্য এই ইভেন্ট এক বিশেষ সংযোজন বলে দাবি করেন প্রয়াস সংস্থার কর্ণধার প্রজ্ঞাবন্তী বিশ্বাস ব্যানার্জি। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্রের চিফ ম্যানেজিং ডিরেক্টর শুভদীপ রায়, শিল্পী নবারুণ ভট্টাচার্য, বাচিকশিল্পী শোভন ব্যানার্জি প্রমুখ। বিশিষ্ট গবেষক সৈকত বসু ও নৃত্যবিশারদ শ্রীমতি স্মরণিকা মল্লিক শিক্ষানবিশদের সৃজনশীলতায় মুগ্ধ বার্তা রেখেছেন।

নবান্ন কবিতা উৎসবে খেয়াতরীর সংগীত কোলাজ
হিমেল হাওয়া গায়ে মেখে নতুন মেঠো ফসলকে স্বাগত আহ্বান জানিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো সাহিত্য আলপনা সংস্থা আয়োজিত নবান্ন কবিতা উৎসব। কিংবদন্তি গীতিকার ও শিল্পী কবি অরুণ কুমার চক্রবর্তীকে উৎসর্গ করা হয় এবারের উৎসব। উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও সম্পাদক সত্যপ্রিয় মুখোপাধ্যায়। খেয়াতরীর বিশেষ সংগীত কোলাজের মাধ্যমে সূচনা হয় এবারের উৎসব। উপস্থিত ছিলেন প্রায় দেড় শতাধিক গুণীজন। আলোচনা, গান, কবিতা ও সংবর্ধনার মাধ্যমে পালিত হয় এই বছরের নবান্ন কবিতা উৎসব। সংস্থার কর্ণধার রাজীব ঘাঁটী জানিয়েছেন, সাহিত্য-সংস্কৃতির প্রচার ও প্রসারে আমরা বদ্ধপরিকর, যেকোনো বাধাকে পেরিয়ে সৃজন আলো প্রকাশ করাই আমাদের ব্রত, মানুষের কাছে নবান্ন কবিতা উৎসব গ্রহণযোগ্যতা পেয়েছে এটাই ভালোলাগা।

কাকদ্বীপে সৈকত কবিতা উৎসবে চাঁদের হাট
সম্প্রতি কাকদ্বীপের গৌড়ীয় সেবাশ্রম সংঘের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল সৈকত কবিতা উৎসব। সংগীত, কবিতাপাঠ, সম্বর্ধনা ও আলোচনার মধ্য দিয়ে উৎসব এগিয়ে চলে নিজস্ব ছন্দে। এবারের সৈকত উৎসব উদ্বোধন করেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বীরবিক্রম রায়, সুন্দরবন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী, কালিনগর দ্বারিকানাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মলয় চক্রবর্তী, কাকদ্বীপ শিশুশিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক প্রদীপ কুমার প্রামাণিক প্রমুখ। এবছর কবি শামসুল হক স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হয় কবি ও কবিতা ক্যাম্পাস পত্রিকার সম্পাদক অলোক বিশ্বাসকে, কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক আবু রাইহান পেলেন প্রমোদ পুরকাইত স্মৃতি পুরস্কার এবং কবি সৌমেন বসু স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হয় কবি ও ছড়াকার অবশেষ দাসকে। স্মারক, মানপত্র, ফলের ঝুড়ি এবং আর্থিক সম্মাননা দিয়ে পুরস্কৃত করা হয় উল্লেখিত গুণীজনদের। অনুষ্ঠানের উদ্যোক্তা কবি সৌমিত বসু, নাগসেন, শান্তনু প্রধান এবং কবিরুল হক জানিয়েছেন, এই উৎসব প্রাণের উৎসব, সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এর প্রাপ্তি। শতাধিক কবির উপস্থিতিতে নান্দনিক পরিবেশ তৈরি সৈকত উৎসবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি সৌমিত বসু এবং বিশেষ সহযোগিতায় ছিলেন কবি ও সংগঠক চন্দ্রাবলী মুখোপাধ্যায়। য়
-শুভদীপ রায়, পশ্চিমবঙ্গ প্রতিনিধি

08_1735543836.jpg
08_1735543836.jpg