সোমবার, আগস্ট ১৮, ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : সাংস্কৃতিক অঙ্গন

বংশী শিল্পকলা একাডেমির যুগপূর্তি উৎসব সুসম্পন্ন

বংশী শিল্পকলা একাডেমির যুগপূর্তি উৎসব সুসম্পন্ন


2025-05-31
বংশী শিল্পকলা একাডেমির  যুগপূর্তি উৎসব সুসম্পন্ন

বংশী শিল্পকলা একাডেমির যুগপূর্তি উৎসব সুসম্পন্ন
চট্টগ্রাম মহানগরীর অন্যতম সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান বংশী শিল্পকলা একাডেমির যুগপূর্তি উৎসব উদযাপন ও বর্ষ সমাপনী পরীক্ষা ২০২৪ এর পুরস্কার ও সনদপত্র বিতরণ উপলক্ষ্যে ১৯ মে থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম মিলনায়তনে প্রতিষ্ঠাতা সভাপতি দীপংকর দেবনাথ এর সভাপতিত্বে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, নৃত্যাঞ্জলি, তবলা লহরা, সমবেত গিটার বাদন, সাংবাদিক কাঞ্চন বড়ুয়াকে মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।  এতে প্রধান আলোচক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ডক্টর সুকান্ত ভট্টাচার্য ও বিশেষ অতিথি হিসাবে সংস্কৃতিসেবী উত্তম কুমার আচার্য্য ও অধ্যক্ষ কোহিনুর আক্তার  উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির সদস্য হিসাবে বনফুল বড়ুয়া রাসেল, সত্যজিৎ বড়ুয়া, সঞ্জয় নাথ, রিটন চাকমা, আকাশ দেবনাথ, মিন্টু কুমার নাথ, সজল নাথ, রাসেল নাথ,বিনীতা বড়ুয়া, চম্পা চৌধুরী, রাজেশ বিশ্বাস, নয়ন দাশ, রোমেন চৌধুরী, সজল কান্তি মজুমদার, জয়শংকর নাথ, বিজয় দাশ, অনিন্দ্য শ্রীনাথ, অংশুমান সেনগুপ্ত, নীলমণি শীল, ডালিয়া বড়ুয়া, অর্পিতা দেবী, সৃষ্টি দে, লক্ষ্মী দাশগুপ্তা, পূজা ঘোষ, নবনীতা রায়, অনন্যা দাশ অন্তু, কান্তা দে ও অনিক দে উপস্থিত ছিলেন। 
শুরুতেই মহিমা রায়ের পরিচালনায় জাতীয় সংগীত ও সংগ্রামী গান পরিবেশন করে পিউ চৌধুরী, মিথিলা সরকার, দেবশ্রী দাশ, ঋতু দাশ, ধীলেন রায়, রুদ্র দেবনাথ, আদিত্য শীল, সৌরভ সর্ববিদ্যা, বিজয় চৌধুরী, নিলয় চৌধুরী, স্নিগ্ধা গুপ্তা, টুম্পা বড়ুয়া, প্রিয়ম নাথ, নিলমনি শীল, শুভ্র বড়ুয়া ও সাফিম চৌধুরী কণ্ঠ দেয়। তবলা প্রশিক্ষক সুমন মজুমদারের নির্দেশনায় তবলা লহরা বাজিয়ে শোনায় প্লাবন চৌধুরী, অনুপম দে, অরিত্র, অনিন্দ্য দেবনাথ, দেব দে, অংকন বড়ুয়া, রঙধনু, অতুলমণি কাব্য, বিজয় চৌধুরী, সৌরভ সর্ববিদ্যা, দীপ্ত, পার্থপ্রতিম, ইশান্ত, অন্তু।
গিটার প্রশিক্ষক ফাহদ খান ও নয়ন দাশ এর পরিচালনায় গিটারে ঝংকার তুলে স্নিগ্ধ বড়ুয়া, অনিক বড়ুয়া, দুর্জয় শীল, নিবিড় বড়ুয়া, শুভরাজ বড়ুয়া, রাহুল দাশ জয়, অনিন্দ্য শ্রীনাথ, প্রকাশ চাকমা, মাহিব চৌধুরী, কান্তা দে, স্নেহা ভট্টাচার্য, স্নেহা দেব, টুম্পা দাশ, অহনা দাশ, দুর্জয়, স্বাধীন, প্রিয়ন্ত, রুদ্র, হাসান, সুযত, ঈশান দাশ, হৃদয় ধর, হৃদয় দত্ত, অনন্ত, ঋত্বিক  ও ভাস্কর। 
শুক্লা পালের পরিচালনায় ভূপালী রাগে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে নুসরাত জাহান অর্পিতা, তুসী নন্দী, অপি চৌধুরী, সুস্মিতা দাশ, কান্তা দে, পূজা সাহা, প্রেমা আচার্য্য, নবনীতা রায়, পুষ্পিতা দে, জয়শ্রী শীল, লক্ষ্মী দাশগুপ্তা, ইতু বিশ্বাস, পূজা ঘোষ, অর্পিতা দেবী, সানি শীল, সৃষ্টি দে। 
প্রেমা আচার্য্য ও জয়শ্রী শীলের পরিচালনায় সমবেত কণ্ঠে গান পরিবেশন করে রিক নাথ, বাসুদেব কর, রুস্মি চৌধুরী, রাজশ্রী ত্রিপুরা, পার্থ দত্ত, অপ্সরা, শ্রেষ্ঠা, অদ্রি, আদৃতা বড়ুয়া হিয়া, হিমাদ্রীতা দেবী হিমু, তিলোত্তমা দাশ, তনুশ্রী দাশ, নিধি দেবী, নবনীতা, শতাব্দী, সমাদ্রিতা, পূর্ণিতা দেবী, আদ্রিকা দাশ, অনিরূদ্ধ, সিক্ত পিউ কর, সানজু দে, অরিজিত বৈদ্য, শ্রাবণ, সুকৃতি, নীলরাজ চক্রবর্তী, মাধুর্য দেবনাথ, দীপ্তমান দেবনাথ, প্রণয় নাথ, মিষ্টি, অথৈ দে, ইভানা চৌধুরী, শ্রেয়া, কৌশিক দে রিপ্ত, রোহিত ভট্টাচার্য, তূর্য দে, ঐন্দ্রিলা, অর্পিতা, অদ্রি, সম্পদ, হিমাদ্রি, সৃজন, সুভাত্রিনী, অর্পা, অগ্র পাল, প্রাচী, অহন, অদ্রী দাশ তরী, আরাধ্য দাশ, অভয় পাল, নীরব, অর্ণব মুৎসুদ্দি, অরিত্রি দত্ত, অরিত্রি দে, সুজাতা বড়ুয়া বর্ষা, পিউ বড়ুয়া, পায়েল দে,দুর্জয় দে, তৃপ্তি দে, যীশু, অনন্যা, শ্রীজাত, অদিত্রি, অভিষেক দেবনাথ, অংকিত ঢালী ও প্রত্যুষা বড়ুয়া। সুস্মিতা দাশ ও পূজা সাহার পরিচালনায় চারটি সমবেত কণ্ঠে গান পরিবেশন করে ত্রিদিব, অন্তরা, আরুশ,ঐশমি, সায়ন্তি, তিথি, নিগম, সুসমিত, নিশিত, অন্তু, দুর্জয়, হৃদয়, অনন্যা, দীপান্বিতা, হৃদরিতা, সুদীপ্তা, সুনয়না, শান্তামণি,অদিতি নাথ, অর্ণা ধর, ইতু দেবী, স্নিগ্ধা বড়ুয়া, নিষ্ঠা, প্রকাশ, রিমি, মেঘলা, মৃন্ময়, আরোহী, প্রাচুর্য, সঞ্জিদা, তুষি, জয়া, রাজদ্বীপ, অনিদ্র, আদৃতা, রাত্রি, সুপ্রীতি, অর্জিতা, অরিত্রা, অন্তু দে, দ্বিপ, শ্রেয়ান, সান্নিধ্য, রিজু, জয়প্রিয়া, ঈশা, রিক্তম, অদিতি, দিঘি, দেবলিনা, দীপরাজ, রাজ পাল, জুবা, আয়ুশী, মৌমিতা, অনুষ্কা, প্রিয়ন্তি, দিব্যজ্ঞান ও স্বরুপা। শুক্লা পাল ও অপি চৌধুরীর পরিচালনায় দলীয় সংগীত পরিবেশন করে সুপ্রীতা, অন্নিষা, দীপান্নিতা,রাতুল, সুমা, মৌমিতা, ঈশান, পুষ্প, স্বর্ণালি, মণিকা, সুস্মিতা চৌধুরী, বিজয়, অনিন্দিতা, রিপা, রিম, সৌমন্তী, তিথি, প্রীতি, দেবস্মিতা, সুদীপ্ত, শ্রাবন্তী, রুমা, জয়িতা, অন্তি, সঞ্জিতা, সুব্রত, জবা, জয়া, ন্যান্সি, স্নেহা, সুদীপ্তা, তিলা বড়ুয়া। 
মিতু বিশ্বাস, পিংকি দেবী, আদৃতা চৌধুরী দুষ্টু ও প্রাচী বড়ুয়ার নৃত্য পরিচালনায় অংশ নেয় প্রকৃতি প্রণব প্রথা, অর্থি দেব, পূর্ণশ্রী, অদ্রী শীল, ঋত্বিকা, নিঝুম, সুরভী, রূপকথা, সুরজিত, অনিন্দিতা, কোয়েল, অর্চিতা, অর্চিশা, হিয়া, স্নেহা, আদ্রিজা, আর্থ, পায়েল, তুষি, নীরা, অনুশ্রী, অধরা, অনামিকা, আরাধ্যা, রিয়া, শ্রেয়া, শ্রেষ্ঠা, অর্চি, দীপান্বিতা, নীহারিকা, মেঘলা,অবিসংবাদিতা,কিংবদন্তি, তুলি বড়ুয়া, ঈশা,নিলয়,অন্বেষা, দিপান্তি,অর্পিতা, শ্রীজিতা, প্রাপ্তি, ইন্দ্রজিৎ, আছফি বিনতে হোসাইন, অনিন্দিতা, তিথি, সায়ন্তি, প্রিয়ন্তি, বর্ষা, জয়িতা, সুভাত্রিনী, জয়িতা, সৌমন্তী, শ্রেয়া। তবলা, তানপুরা, ঢোলক ও মন্দিরায় ছিলো- টিটু ঘোষ, প্লাবন চৌধুরী, অনুপম দে, দেব দে, রুদ্র নাথ,সুস্মিতা চৌধুরী, নিশিত দেবনাথ, নিগম দাশ। অনুষ্ঠানে গীতা, সংগীত, নৃত্য, তবলা, চিত্রাঙ্কন ও গিটার বিভাগের প্রায় পাঁচ শতাধিক প্রশিক্ষণার্থীকে সনদপত্র ও এ প্লাস প্রাপ্তদের ক্রেস্ট প্রদান করা হয়। সকলের সার্বিক অংশগ্রহণে যুগপূর্তি উৎসব সুসম্পন্ন হয়। য়    -দীপঙ্কর দেবনাথ, চট্টগ্রাম